বুধবার, ২৬ মার্চ, ২০২৫
27 Mar 2025 09:21 pm
![]() |
সাপাহার নওগাঁ প্রতিনিধি:-সাপাহার উপজেলার মাইক্রো চালক কল্যাণ সমিতির নবগঠিত কমিটিতে সভাপতি রশিদুল ইসলাম সম্পাদক শাহজাহান হোসেন নির্বাচিত হয়েছে ।তিন বছর মেয়াদি ১৩ সদস্যের নতুন এই কমিটি গঠন করা হয়।
২৪ -৩- ২০২৫ সোমবার বিকেল ৪ ঘটিকায় নতুন বাসস্ট্যান্ডে এক বিশেষ সাধারণ সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু)প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সবার সম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু) সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনসারী ও শফিকুল ইসলাম মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মহরম হোসেন প্রমুখ ।
কমিটির অন্যান্য পদে রয়েছেন, সহ-সভাপতি মোকসেদুল ইসলাম ও বিদ্যুৎ দেওয়ান,যুগ্ন সাধারন সম্পাদক আতোয়ার হোসেন ও রিয়াদ মাহমুদ ইমন, সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন, কোষাধক্ষ্য আব্দুল্লাহ আল মামুন, দপ্তর সম্পাদক রাজু বাবু (সোহাগ) প্রচার সম্পাদক বাবু,সড়ক সম্পাদক মাহফুজ,কার্যনির্বাহী সদস্য নুর আলম ও সেলিম রেজা।